কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাঁচা মরিচের দাম বাড়লো কেজিতে ৩০-৫০ টাকা

বাংলা ট্রিবিউন হিলি স্থলবন্দর প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৯

কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দাম কমতে থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম বেড়েছে। মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৫০ টাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বন্দরে আমদানি করা প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হলেও রবিবার (২০ সেপ্টেম্বর) তা বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও মোস্তফা হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় দাম বেশ ঊর্ধ্বমুখী হয়ে যায়। এমন অবস্থায় দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক এবং দাম নাগালের মধ্যে রাখতে বেশ কিছু দিন ধরেই হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ায় কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়ে যায়। এ কারণে ভারতের বাজারেই পণ্যটির সরবরাহ কমেছে এবং দামও বেড়েছে। আবার দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কম থাকায় দাম আবারও বাড়তে শুরু করেছে। গতকাল রবিবার হিলি স্থলবন্দর দিয়ে ১৫টি ট্রাকে ৯২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। তবে দাম আগের দিনের তুলনায় কেজিতে ৩০-৫০ টাকা বেশি ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও