কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রাম্পকে পাঠানো চিঠিতে বিষ

দৈনিক আজাদী প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৩

.tdi_2_26e.td-a-rec-img{text-align:left}.tdi_2_26e.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিষাক্ত রিসিনের প্যাকেট পাঠানো হয়েছে, যা নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা শনাক্ত করেছেন। নিরাপত্তা সংস্থার দুই কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এ তথ্য জানায় সংবাদমাধ্যম সিএনএন। এদিকে, বিবিসি জানায়, হোয়াইট হাউসের ঠিকানায় পাঠানো একটি চিঠির খামের ভেতর রিসিন নামে বিষাক্ত পদার্থ শনাক্ত করা হয়েছে। ওই প্যাকেটটি দু’বার পরীক্ষা করা হয়েছে এবং দু’বারই বিষাক্ত রিসিনের উপস্থিতি নিশ্চিত হন নিরাপত্তা কর্মকর্তারা। খবর বাংলানিউজের। কানাডা থেকে প্যাকেটটি ট্রাম্পের নামে এসেছে। তবে কে পাঠিয়েছে এবং নিরাপত্তা ভেদ করে কীভাবে সেটি হোয়াইট হাউসে প্রবেশ করেছে, সেসব বিষয় খতিয়ে দেখছে এফবিআই ও সিক্রেট সার্ভিস। পাশাপাশি কানাডাও বিষয়টি খতিয়ে দেখছে। কানাডার জননিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ম্যারি-লিজ পাওয়ার জানিয়েছেন ঘটনাটি উদঘাটনে তারা মার্কিন সংস্থাকে সব ধরনের সহযোগিতা করবে। তবে তদন্তের আগে এ বিষয়ে তারা আর কোনো কথা বলতে রাজি নয়। এ ঘটনার পর হোয়াইট হাউসের ঠিকানায় পাঠানো সব পার্সেলের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে কোনো পার্সেল একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা না করে হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হবে না। একই ধরনের অন্য প্যাকেটগুলোও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।.tdi_3_e6e.td-a-rec-img{text-align:left}.tdi_3_e6e.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত