কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সীমান্তে উত্তেজনা প্রশমনে আজ ফের বৈঠকে ভারত-চিন

এইসময় (ভারত) লাদাখ প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৭

সীমান্ত নিয়ে পূর্ব লাদাখে যে চরম সংঘাতের আবহ তৈরি হয়েছে, তা দূর করতে সোমবার সকালে ভারত এবং চিনের মধ্যে আরও একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এদিন সকাল ৯টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে চিনের দখলে থাকা মোল্ডোতে দু-দেশের সেনাবাহিনীর মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, মোল্ডো এলাকাটি পূর্ব লাদাখের খুব কাছে অবস্থিত।

সীমান্ত সংঘাত এড়াতে দ্বিপাক্ষিক যে সমস্ত চুক্তি ও প্রোটোকল রয়েছে, তা অক্ষরে অক্ষরে মেনে চলা হবে বলে ভারত এবং চিন উভয় এর আগে সম্মত হয়েছে। কর্পস কমান্ডার পর্যায়ের আগামী বৈঠকে এই সিদ্ধান্ত রূপায়ণ নিয়ে মূলত আলোচনা হতে পারে। সোমবারের বৈঠকে ইতিবাচক ফলাফলের বিষয়ে আশাবাদী দিল্লি। এই প্রথম ভারতীয় প্রতিনিধি দলে থাকবেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক। উল্লেখ্য, এর আগে আরও ৫ বার ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে কর্পস কমান্ডার স্তরে বৈঠক হয়েছে। কিন্তু তাতে কোনও ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও