কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাকালে ব্যবসায়ীদের জরিমানা না করার আহ্বান

প্রথম আলো সিলেট জেলা প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:০৬

করোনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিলেটের ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা না করার আহ্বান জানিয়েছে সিলেট চেম্বার। আজ রোববার বিকেলে চেম্বার ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।

সভায় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, করোনা পরিস্থিতিতে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল। ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে এখন। ব্যবসায়ীরা সঠিক আইনকানুন না জানার কারণে এবং সচেতনতার অভাবে ভুল করে থাকেন। এই ভুল করার সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানা করা হয়।

করোনাকালে মানবিক দিক বিবেচনায় ব্যবসায়ী বা ব্যবসাপ্রতিষ্ঠানের ভুলগুলো শোধরানোর সুযোগ দেওয়া প্রয়োজন। ব্যবসায়ীদের আইনকানুন সম্পর্কে সচেতন করার সুযোগ দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রথমে জরিমানা না করে সতর্ক করে দেওয়া যেতে পারে। দ্বিতীয় দফায় একই ভুলের পুনরাবৃত্তি হলে তখন না হয় জরিমানা করা যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও