কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আট কর্মকর্তার করোনা, কার্যক্রম স্বাভাবিক রাখতে ১১ নির্দেশনা

প্রথম আলো মোংলা বন্দর প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৭

মোংলা বন্দরে গত এক সপ্তাহে আট ঊর্ধ্বতন কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে করোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বন্দরের ট্রাফিক বিভাগের এক কর্মচারীর মৃত্যু হয়। এ ঘটনার পর মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে ১১টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়েছেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী, পরিচালক (প্রশাসন) গিয়াস উদ্দিন, হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন, সচিব ওহিউদ্দিন, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, সিভিল ও হাইড্রোলিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাবেয়া রউফ এবং চেয়ারম্যানের একান্ত সচিব মাকরুজ্জামান মুন্সী। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বন্দরের ট্রাফিক বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক আমির হোসেনের মৃত্যু হয়েছে। চেয়ারম্যানের একান্ত সচিব মাকরুজ্জামান মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও