কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোয়ারেন্টানের প্রথম ছয় দিন কঠিন ছিলো : ধোনি

ডেইলি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৫

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে গতকাল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। ভারতে করোনাভাইরাসের প্রার্দুভাব বেশি থাকার কারণে আইপিএলের এ আসরটি হচ্ছে মুরুরদেশ আবুধাবিতে। তবে সেখানে সব ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। কোয়ারেন্টাইনের অভিজ্ঞতা কেমন ছিলো সেটি জানিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি জানান, কোয়ারেন্টাইনের প্রথম ছয় দিন অনেক বেশি কঠিন ছিলো।
গেল বছর ইংল্যান্ডের বিশ্বকাপের ফাইনালের পর আর কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি ধোনিকে। গেল ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। তাই আইপিএল দিয়ে ৪৩৭ দিন পর আবারো মাঠে ফিরলেন চেন্নাইয়ের ধোনি।

আইপিএল’র উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে ধোনির চেন্নাই। টস জিতে প্রথমে বোলিংএর সিদ্ধান্ত নেন ধোনি। উইকেটের পেছনের দায়িত্বের পাশাপাশি অধিনায়কত্বও করেছেন আগের রুপে। সময়মত বোলার ও ফিল্ডার পরিবর্তন করে সাফল্যও পেয়েছেন তিনি। ম্যাচের শেষদিকে ব্যাট হাতে নামার সুযোগ হয়েছিলো তার। ২ বল খেলে কোনো রান নিতে পারেননি ভারতের দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। রান করতে না পারলেও অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও