কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আরো ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ রফতানির অনুমতি দেবে ভারত: বাণিজ্যমন্ত্রী

বণিক বার্তা বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০১

দেশে পেঁয়াজের কোন সঙ্কট নেই উল্লেখ প্রয়োজনের বেশি না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পেঁয়াজ নিয়ে ‘কোন সমস্যা’ হবে না বলেও জানান তিনি। আজ রোববার (২০ সেপ্টেম্বর) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ‘ঘরে বসে স্বস্থির পেঁয়াজ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করলেও বাংলাদেশে আরো ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ রফতানির অনুমতি দেবে বলেও জানান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে জুম প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিসিবি’র চেয়ারমম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম, অতিরিক্ত সচিব(আমদানি) হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক এবং ই-কমার্স প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, ই-কমার্সের প্রেসিডেন্ট শমি কায়সার, চালডাল কর্মসূচির পরিচালক ইসরাত জাহান নাবিলা এবং নাদিয়া বিনতে আমীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও