কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুখ ও মুখোশ

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৪১

.tdi_2_0d6.td-a-rec-img{text-align:left}.tdi_2_0d6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});লোভ লালসার বাসা মনে সততার দেয় বোল, শয়তানী আর ব্যাভিচারে বাধায় গন্ডগোল। মুখে তারা হরেক ঢং এ নীতিকথা বলে, হীনস্বার্থ চরিতার্থে উল্টোপথে চলে।শিক্ষা আর চিত্তে-বিত্তে সেরার সেরা যারা, নিয়মভঙ্গে তাদের সংঘে থাকে সংজ্ঞাহারা। সমাজপতি রূপে আছে পুজিত হবার নেশা, অন্যায়ে চোখ বন্ধ রেখে রাখে মেলামেশা। হিতাহিতে জ্ঞান তাদের গেছে বিবেক ছাড়ি, সুযোগ বুঝে অসহায়ের মাথায় ভাঙ্গে হাঁড়ি। জীবনযাত্রা জীর্ণ-শীর্ণ সমাজ হারায় হাল, মুখ ও মুখোশ মিলেমিশে বড়ই বেসামাল।.tdi_3_5fd.td-a-rec-img{text-align:left}.tdi_3_5fd.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে