কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্কিল ক্যাম্পের জন্য ডাক পেলেন ২৭ ক্রিকেটার

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৪

.tdi_2_338.td-a-rec-img{text-align:left}.tdi_2_338.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});আজ রোববার থেকে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের স্কিল ট্রেনিং ক্যাম্প। এই লক্ষ্যে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের সকল সদস্যকেই বিসিবি প্রস্তুতকৃত জৈব সুরক্ষিত বলয়ের মধ্য দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সবশেষ গত ফেব্রুয়ারিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই স্কোয়াডের ১৬ জনের সবাই আছেন এবারের দলে। এর বাইরে থেকে সুযোগ পাওয়াদের মধ্যে আছেন নুরুল হাসান সোহান ও সৈয়দ খালেদ আহমেদ। ২৭ জনের স্কিল ক্যাম্পের দলে রাখা হয়েছে সাইফ হাসানকেও। করোনাভাইরাস পরীক্ষায় গত ৮ সেপ্টেম্বর পজিটিভ হয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। সবশেষ পরীক্ষায় তিনি নেগেটিভ হয়েছেন। তবে রোববারই তিনি টিম হোটেলে উঠছেন না। আরও এক দফা পরীক্ষায় নেগেটিভ হলেই তাকে টিম হোটেলে জায়গা দেওয়া হবে। স্কিল ক্যাম্পের দলে সুযোগ পাওয়া কিপার-ব্যাটসমান সোহান সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে। দুটি টেস্ট খেলা পেসার খালেদ সমপ্রতি অনুশীলনে ফিরেছেন চোট নিয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর। বিসিবির লাল বলের চুক্তিতে না থাকা মাহমুদউল্লাহও আছেন ক্যাম্পের দলে। ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বিসিবির পাঠানো ২৭ ক্রিকেটারের তালিকায় আছেন; মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দীন, সাইফ হাসান।.tdi_3_795.td-a-rec-img{text-align:left}.tdi_3_795.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত