কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্যান্সার আক্রান্তকে পার্বত্য চট্টগ্রাম বোর্ডের অনুদান

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮

.tdi_2_a15.td-a-rec-img{text-align:left}.tdi_2_a15.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ক্যান্সার আক্রান্ত জ্যোতিকা চাকমাকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরার পক্ষে বোর্ড আওতাধীন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী জ্যোতিকার হাতে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. জানে আলম। টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ওল্ডলংকর গ্রামের হাদোক পাড়াকেন্দ্রের একজন পাড়াকর্মী জ্যোতিকা চাকমা। বাঘাইছড়ি উপজেলা হতে ৪ ঘন্টা নৌপথে এবং ৪ ঘন্টা পায়ে হেঁটে উক্ত গ্রামে পৌঁছতে হয়। দুর্গম এই গ্রামে একমাত্র পাড়াকেন্দ্রের মাধ্যমেই বিভিন্ন সামাজিক সেবা পৌঁছানো হয়। আর এই কঠিন কাজটিই করে আসছিলেন পাড়াকর্মী জ্যোতিকা চাকমা।.tdi_3_66f.td-a-rec-img{text-align:left}.tdi_3_66f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে