কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাংবাদিক আবু ছৈয়দ আজাদের স্মরণসভা

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮

.tdi_2_6df.td-a-rec-img{text-align:left}.tdi_2_6df.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});দৈনিক আজাদীর সাবেক সন্দ্বীপ প্রতিনিধি ও সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ আজাদের স্মরণসভা ও দোয়া মাহফিল গত ১৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, আবু ছৈয়দ আজাদ তার লেখনীর মাধ্যমে সন্দ্বীপকে সমৃদ্ধ জনপদে উন্নীত করতে অবদান রেখেছেন। তিনি আজীবন মানুষের সেবা ও কল্যাণ চেয়েছেন। তার সময়ে মফস্বল সাংবাদিকতা অনেক কণ্টকাকীর্ণ ছিল। তিনি সেই পথ অতিক্রম করেছেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। সাংবাদিক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন, ডা. মোজাম্মেল হোসেন, গোফরান উদ্দিন রানা, প্রভাষক মহি উদ্দিন খান, খোদা বঙ সাইফুল, মাকছুদ আলম, মোবারক হোসাইন, আরেফিন তৈয়ব, শাহিদুজ্জামান ও মো. শিপন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মো. আল আমিন। উল্লেখ্য, ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর সাংবাদিক আবু সৈয়দ আজাদ ইন্তেকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_e4f.td-a-rec-img{text-align:left}.tdi_3_e4f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে