কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পটিয়াকে লবণ বিসিক শিল্পজোন হিসেবে গড়ে তোলা হবে

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৩

.tdi_2_46e.td-a-rec-img{text-align:left}.tdi_2_46e.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});পটিয়াকে লবণ বিসিক শিল্পজোনসহ নান্দনিক শহরে রূপান্তর করে একটি আধুনিক শহরে পরিণত করা হবে বলে ঘোষণা দেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। তিনি বলেন, জাইকার অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ক্রসবর্ডার প্রকল্পের মাধ্যমে পটিয়া পৌরসদরের ৬ লেইনে দুটি ইন্দ্রপুল সেতু নির্মাণ কাজ চলছে। সাথে সড়কের দুই পাশে ১শ ফুট প্রশস্ত গোল চত্বর নির্মাণ করা হবে। এতে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যানবাহন চলাচলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় কোনো যানজট বা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। গতকাল শনিবার দুপুরে ইন্দ্রপুল এলাকায় ক্রসবর্ডার প্রকল্পের নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে এসব কথা বলেন হুইপ শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ক্রসবর্ডার প্রকল্পের অতিরিক্ত পরিচালক আবু হেনা মোস্তাফা কামাল, প্রকল্প ব্যবস্থাপক ও সওজের নির্বাহী প্রকৌশলী মো. জাহেদ হোসেন, প্রকল্পের কনসালটেন্ট মাজেদ হোসেন, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সওজ (দোহাজারী) নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, ইউএনও ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইনামূল হাছান, উপজেলা আ. লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পৌরসভা আ. লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই প্রমুখ।.tdi_3_f4f.td-a-rec-img{text-align:left}.tdi_3_f4f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে