কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মন্দিরের পবিত্রতা রক্ষায় মাননীয় প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৬

.tdi_2_bb6.td-a-rec-img{text-align:left}.tdi_2_bb6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});আন্দরকিল্লা রাজাপুকুর লেইনের মুখে “গুরুধাম” ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলন্বীদের মন্দিরটি ঘেঁষে তৎকালীন স্বৈরশাসক এরশাদের আমলের সিটি কর্পোরেশন সামপ্রদায়িক মেয়র এই শৌচাগারটি নির্মাণ করেছিলেন। কিন্তু অদ্যাবধি অনেক মেয়র মহোদয় এসেছেন চলেও গিয়েছেন, কিন্তু পুজা কমিটির নেতৃবৃন্দ সহ সুশীল সমাজ এ যাবৎকাল পর্যন্ত অনেক অভিযোগ ও প্রতিবাদ করে কোনো সুফল পায়নি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি বিনীত আহ্বান একটি মন্দিরের প্রবেশ মুখে শৌচাগার কতোটা শোভনীয় তা ভেবে দেখা জরুরি। বর্তমান অসামপ্রদায়িক মনোভাব সম্পন্ন চট্টগ্রামের মাননীয় প্রশাসক মহোদয় ও প্রিয় নেতার সুদৃষ্টি আকর্ষণ করছি যাতে এই শৌচাগার টি অতি দ্রুত সম্ভব অন্যত্র সরিয়ে নিয়ে মন্দিরের পবিত্রতা অক্ষুন্ন থাকে। শ্রীধর দত্ত চট্টগ্রাম।.tdi_3_6e9.td-a-rec-img{text-align:left}.tdi_3_6e9.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে