কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অভিযোগের চার ঘণ্টার মাথায় গ্রেপ্তার ২

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:০২

.tdi_2_952.td-a-rec-img{text-align:left}.tdi_2_952.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});থানায় অভিযোগের চার ঘণ্টার মাথায় চুরি যাওয়া সিগারেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গত শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। গ্রেপ্তারকৃতরা হলো- রনি কান্তি ধর (২৩) ও নয়ন দেব (২৭)। ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সিগারেট বিক্রি ভ্যানের চালক অসুস্থ হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর রনি কান্তি ধরকে অস্থায়ীভাবে ভ্যান চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের একদিন পরেই ভ্যানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের তিন লাখ টাকার সিগারেট নিয়ে পালিয়ে যায় রনি ও তার অপর সহযোগী। এ নিয়ে সেলস ম্যানেজার মো. ফয়সাল খন্দকার শুক্রবার পাঁচলাইশ থানায় একটি মামলা (নং ২২) করেন। অভিযোগের চার ঘণ্টার মাথায় রনি কান্তি ধরকে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিমতে তার আরেক সহযোগী নয়ন দেবকে পটিয়া থানার কেলিশহর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় মামনি স্টোর থেকে ৩ লাখ ১২ হাজার ২১২ টাকা মূল্যের চুরি যাওয়া সিগারেট উদ্ধার করে পুলিশ।.tdi_3_c5f.td-a-rec-img{text-align:left}.tdi_3_c5f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে