কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এপ্রিলেই সব মার্কিন নাগরিককে করোনার টিকা দিতে চান ট্রাম্প

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:১০

Official portrait of President Donald J. Trump, Friday, October 6, 2017. (Official White House photo by Shealah Craighead).tdi_2_316.td-a-rec-img{text-align:left}.tdi_2_316.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});২০২১ সালের এপ্রিলের মধ্যে প্রত্যেক আমেরিকানকে টিকা দেওয়ার জন্য পর্যাপ্ত করোনা ভাইরাস ভ্যাকসিন সরবরাহ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাকসিনের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শেষে দেশটির সেনা সদস্যরা ভ্যাকসিন বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরটি, রয়টার্স। খবর বাংলানিউজের। ট্রাম্প শুক্রবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, তিনটি ভ্যাকসিনের পরীক্ষা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানীরা গত জানুয়ারি থেকে ভ্যাকসিনের জন্য দিন-রাত কাজ করছেন। হোয়াইট হাউস করোনা ভাইরাস টাস্কফোর্সের সদস্য ডা. স্কট অ্যাটলাস ট্রাম্পের কাছে ভ্যাকসিন নিয়ে সুনির্দিষ্ট বিবরণ দিয়েছেন। এতে তিনি বলেছেন, এপ্রিলের মধ্যে প্রত্যেক আমেরিকান, যিনি টিকা দিতে চান তাদের ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা থাকবে। এটি অবশ্যই বাধ্যতামূলক টিকা নয়। যারা স্বেচ্ছায় নিতে চায় শুধু তাদের জন্য। যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে ট্রাম্প ও বিরোধী রাজনৈতিক শিবিরে সবার জন্য ভ্যাকসিনের সরবরাহ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে এই ঘোষণা দিল হোয়াইট হাউজ।.tdi_3_6f6.td-a-rec-img{text-align:left}.tdi_3_6f6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত