কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছাত্রদল থেকে হঠাৎ কৃষকলীগ নেতা!

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪০

.tdi_2_616.td-a-rec-img{text-align:left}.tdi_2_616.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});বর্তমানে কাগজে পত্রে ছাত্রদলের একজন সক্রিয় নেতা। আবার খোলস পাল্টিয়ে রাতারাতি হলেন সরকার দলীয় অঙ্গসংগঠন কৃষকলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা। উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিতে ছাত্রদল উখিয়া উপজেলার শাখার এক সক্রিয় সদস্য স্থান পাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওইসব নেতাকর্মীদের দাবি শীর্ষনেতাদের সহযোগিতায় একের পর এক অনুপ্রবেশকারী দলে জায়গা করে নিচ্ছে। জানা যায়, গত শুক্রবার উখিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির ৪নং সদস্য মুজিবুর রহমান ছাত্রদল উখিয়া উপজেলার শাখার ৭৯ নং সদস্য। উপজেলা ছাত্রদলের বর্তমান কমিটির একজন সক্রিয় সদস্যকে হঠাৎ করে আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এবিষয়ে মুজিবুর রহমান বলেন, আমি কোন দিন বিএনপির রাজনীতি বিশ্বাস করে কোন মিটিং, মিছিল কিংবা সমাবেশে যোগদান করিনি। ছাত্রদলের কেউ সম্পৃক্ততার কোন প্রমাণ উপস্থাপন করতে পারবে না। উখিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী বলেন, জামায়াত ব্যতিত যে কেউ মুজিব আদর্শ বিশ্বাস করে দলের সাথে যুক্ত হতে পারে। তবে হঠাৎ এসে নেতা হতে পারে না। এ বিষয়ে সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।.tdi_3_666.td-a-rec-img{text-align:left}.tdi_3_666.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত