কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুদিন ধরে স্থিতিশীল পেঁয়াজের বাজার

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮

.tdi_2_64c.td-a-rec-img{text-align:left}.tdi_2_64c.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});পাইকারিতে গত দুদিন ধরে স্থিতিশীল রয়েছে পেঁয়াজের বাজার। গতকাল শনিবার বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫৫-৬০ টাকায়। তবে ভারত ও মিয়ানমার থেকে শত শত টন পেঁয়াজ আসছে এমন খবরে বেচাবিক্রি কিছুটা কম বলে জানান আড়তদাররা। অন্যদিকে গত দুদিনে নতুন করে আর আমদানি অনুমতিপত্র (আইপি) ইস্যু হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সামুদ্রিক বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের (প্ল্যান্ট কোয়ারেন্টিন স্টেশন) উপ-পরিচালক আসাদুজ্জামান বুলবুল। গত বৃহস্পতিবারের সর্বশেষ তথ্যমতে, মিয়ানমার, চীন, মিশর, পাকিস্তান, তুরস্ক, নেদারল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে ২১৭টি আইপির বিপরীতে ৭৯ হাজার ৩৯০ টন পেঁয়াজ আনতে অনুমতি নিয়েছেন আমদারিকারকরা। অপরদিকে ভারতীয় স্থলবন্দরে আটকে পড়া পেঁয়াজ খালাস শুরু হয়েছে। গতকাল ১০০ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশ করেছে বলে জানান স্থলবন্দরের কয়েকজন ব্যবসায়ী। এদিকে গতকাল চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। দুদিন ধরে অবশ্য এই দরেই বিক্রি হচ্ছে। কয়েকজন আড়তদার জানান, দুই-একদিনের মধ্যে ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে, এমন খবরে বেচাবিক্রি কমে গেছে। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক জারীফ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. মনজুর মোরশেদ আজাদীকে বলেন, কোভিড পরিস্থিতিতে টেকনাফ স্থলবন্দর বন্ধ আছে। তবে চট্টগ্রাম বন্দর দিয়ে আগামী দুই-একদিনের মধ্যে পেঁয়াজের কয়েকটি চালান আসার কথা রয়েছে। ইতোমধ্যে ২০ টনের ছোট একটি চালান এসেছে। মিয়ানমার ছাড়াও মিশর, তুরস্কসহ অন্যান্য দেশের পেঁয়াজ আসা শুরু হলে দাম আরও নাগালের মধ্যে চলে আসবে। হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আজাদীকে বলেন, বাজারে বেচাবিক্রি একদম কম। তবে আজকে (গতকাল) ভারতীয় স্থলবন্দরে আটকে পড়া ১০০ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এসব পেঁয়াজ চাক্তাই-খাতুনগঞ্জের বাজারে আসতে দুই-তিন দিন সময় লাগতে পারে। তবে আমরা শুনেছি, আটকে পড়ার কারণে ট্রাকেই অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দিয়ে চিঠি ইস্যু করে। চিঠিতে বলা হয়, সব ধরনের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সেই সময় দুই দফায় পেঁয়াজের দাম দ্বি-শতক পেরিয়ে যায়। পরবর্তীতে আমদানিকারকরা মিয়ানমার, চীন, মিশর, পাকিস্তান ও তুরস্ক থেকে পেঁয়াজ এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।.tdi_3_c53.td-a-rec-img{text-align:left}.tdi_3_c53.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে