কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শরতে কাঠফাটা রোদ, জনজীবনে অস্বস্তি

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৪

.tdi_2_2a5.td-a-rec-img{text-align:left}.tdi_2_2a5.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});শরতের মাঝামাঝিতে হঠাৎ চড়েছে আবহাওয়া। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাঠফাটা রোদে জনজীবনে অস্বস্তি তৈরি হয়। প্রচণ্ড রোদে কাহিল হয়ে পড়ে শ্রমিক, দিনমজুর শ্রেণির কায়িক শ্রমজীবীরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার গরম বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের সর্বশেষ স্থানীয় পূর্বাভাসে জানা গেছে, গতকাল দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তাও স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ দৈনিক আজাদীকে বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে গরম বেশি অনুভূত হয়। তবে তাপমাত্রা তেমন একটা বাড়ে না। শনিবার তাই হয়েছে’।.tdi_3_626.td-a-rec-img{text-align:left}.tdi_3_626.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে