কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাঙামাটিতে দুঃস্থ মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৮

.tdi_2_be2.td-a-rec-img{text-align:left}.tdi_2_be2.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনাকালীন সময়ে অসহায়, দুঃস্থ, খেটে খাওয়া মানুষের ঘরে ত্রাণসামগ্রী পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙামাটি রিজিয়নের তত্বাবধানে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সদর উপজেলার বাচ্চুরি শুকনা বিল ও ভেদভেদী এলাকায় রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলাম-এর নেতৃত্বে সেনা সদস্যরা ত্রাণসামগ্রী পৌঁছে দেন। এ সময় রাঙামাটি সদর জোনের অফিসার মেজর মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসচেতনতা গড়ে তোলাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা, আর্তমানবতার সেবায় দুঃস্থ জনগণের মাঝে ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবা দিয়ে আসছে সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় রাঙামাটি সদর উপজেলার বাচ্চুরি শুকনা বিল ভেদভেদী নতুন পাড়ায় অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারগুলোর মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনা কর্মকর্তারা জানান, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।.tdi_3_f59.td-a-rec-img{text-align:left}.tdi_3_f59.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত