কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে দেশে

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৬

.tdi_2_5cc.td-a-rec-img{text-align:left}.tdi_2_5cc.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৫৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা যাওয়া মানুষের সংখ্যা ৪,৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৯২৩ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড ১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশ। আর এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের তুলনায় সুস্থাতার হার ছিল ৭২ দশমিক ৭৪ শতাংশ। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২,৭৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯ জনের। খবর বিবিসি বাংলার। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১২ দশমিক ১১ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৯ দশমিক ২৫ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা তিন লাখ পেরিয়ে যায় ২৬ আগস্ট। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৭ সেপ্টেম্বর সেই সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ৩ কোটি ছাড়িয়েছে; মৃতের সংখ্যা পৌঁছে প্রায় সাড়ে ৯ লাখে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে সনাক্তের দিক থেকে ১৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৮তম অবস্থানে।.tdi_3_df3.td-a-rec-img{text-align:left}.tdi_3_df3.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে