কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাঙ্গুনিয়ায় নদীতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৫

.tdi_2_5f6.td-a-rec-img{text-align:left}.tdi_2_5f6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক মুক্তিযোদ্ধার করুণ মৃত্যু হয়েছে। উপজেলার বেতাগী ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধার নাম সুধীন্দ্র লাল বড়ুয়া (৭৫)। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার মৃতদেহ সৎকার করা হয়। নিহতের প্রতিবেশী পান্থ নিবাস বড়ুয়া জানান, বুধবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন মুক্তিযোদ্ধা সুধীন্দ্র লাল বড়ুয়া। গোসলের এক পর্যায়ে সকলের অগোচরে তীব্র পানির স্রোতে তলিয়ে গিয়ে জোয়ারের টানে ভেসে যান। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর কর্ণফুলী নদীর গোডাউন এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সুধীন্দ্র লাল বড়ুয়া অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে যান।.tdi_3_df5.td-a-rec-img{text-align:left}.tdi_3_df5.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত