কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোহালি এ বার আইপিএল জিতবেন, আশাবাদী কোচ

আনন্দবাজার (ভারত) সংযুক্ত আরব আমিরাত প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৩

এমনিতে সাফল্যেই বরাবরের অধিকার তাঁর। ধারাবাহিকতাই মূলধন। ব্যাটসম্যান বা নেতা— দেশের হয়ে একের পর পর শৃঙ্গ জয় করেছেন। তিন ফরম্যাটেই বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় তিনি। শুধু ব্যাট হাতেই নয়, নেতৃত্বের মুকুট মাথায়ও তিনি ঝলমলে। টেস্ট ক্রিকেটে জয়ের হার ৬০ শতাংশ। পাঁচদিনের ফরম্যাটে দেশের সফলতম অধিনায়ক। ওয়ান ডে ফরম্যাটেও নেতা হিসেবে উজ্জ্বল। টি-টোয়েন্টি ফরম্যাটেও রেকর্ড ঈর্ষণীয়। অথচ, সেই ফরম্যাটের কোটিপতি লিগে বিরাট কোহালির কোনও ট্রফি নেই।

আইসিসি টুর্নামেন্টেও অবশ্য ট্রফি নেই তাঁর। গত বছর ইংল্যান্ডে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছেন। বিলেতেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। যদিও এমন একটা-দুটো ম্যাচ ছাড়া সব ফরম্যাটেই তেরঙা পতাকা তুলে ধরেছেন তিনি। উপহার দিয়েছেন গর্বের সব মুহূর্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও