কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তৃতীয় দফা বন্যায় থৈ থৈ ভূরুঙ্গামারী

কালের কণ্ঠ ভুরুঙ্গামারী প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টানা দুই সপ্তাহের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুধকুমার, ফুলকুমার, কালজানী, সংকোশ, গদাধরসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীর দু'কূল ছাপিয়ে তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে তৃতীয় দফা বন্যা।

উপজেলার সদর ইউনিয়নের নলেয়া, কামাত আঙ্গারিয়া, চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুরের ৩টি ওয়ার্ড, পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা, পাইকডাঙ্গা, সোনাহাট ব্রিজের পশ্চিম, উত্তর ও দক্ষিণপাড়, ভরতের ছড়া, গনাইর কুটি, বলদিয়া ইউনিয়নের হেলডাঙ্গা, আন্ধারীঝাড় ইউনিয়নের বীর ধাউরারকুঠি, চর ধাউরারকুঠি, তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি শালমারা ছাট গোপালপুর ও শিলখুড়ি ইউনিয়নের উত্তর ও দক্ষিণ ধলডাঙ্গা শালজোড় গ্রামসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও