কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গবন্ধু মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা দিয়েছেন

দৈনিক আজাদী প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩০

.tdi_2_4aa.td-a-rec-img{text-align:left}.tdi_2_4aa.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে মানুষকে মানুষ হিসেবেই দেখার শিক্ষাই দিয়েছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগার যেন একটি সংশোধনাগার হিসেবে বন্দিসেবা দিতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। গতকাল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজ উদ্যোগে ১টি হাই ফ্লো অক্সিজেন, অক্সিমিটার, ২০০০ পিস মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করতে গিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন। ডিআইজি প্রিজন ফজলুল হক চৌধুরীর হাতে এসব সামগ্রী হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার রফিকুল ইসলাম, ডেপুটি জেলার মাজহারুল, ডাঃ শামীম, বেসরকারি কারা পরিদর্শক জিনাত সোহানা চৌধুরী, আজিজুর রহমান আজিজ, আব্দুল হান্নান লিটন, নুরুল আলম, ইয়াসিন আরাফাত কচি, মো. ইলিয়াস, রাজ্জাক, নাসির, সাইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_633.td-a-rec-img{text-align:left}.tdi_3_633.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত