কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাগরেও এখন মিলছে কম, দাম বাড়ছেই ইলিশের

বাংলা ট্রিবিউন বঙ্গোপসাগর প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:০০

কয়েকদিন আগেও গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছিল প্রচুর ইলিশ। কিন্তু হঠাৎ করে কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে তেমন ইলিশের দেখা মিলছে না। এ নিয়ে মন খারাপ জেলেদের। তবে কম ধরা পড়ায় ইলিশের দাম বেড়েছে দ্বিগুণ।আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) অল্প পরিমাণ ইলিশ নিয়ে পটুয়াখালীর মহিপুর আলীপুর মৎস্য বন্দরের ঘাটে এসেছে কয়েকটি ট্রলার।

ট্রলার থেকে শ্রমিকরা টুকরিতে করে ইলিশ নিচ্ছেন আড়তে। সঙ্গে সঙ্গে দ্রুত বিক্রি হয়ে যায় ইলিশগুলো। অথচ কয়েকদিন আগেও ইলিশের তেমন চাহিদা ছিল না। হঠাৎ ইলিশ কম ধরা পড়ায় চাহিদা বেড়েছে। এজন্য পাইকারি ক্রেতাদের অল্প সময়ের মধ্যেই দরদাম শেষে ইলিশ ক্রয় করতে দেখা যায়। আর দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য ককশিট বক্সে ভরে ইলিশ প্যাকেট করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও