কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগলে ঠিক ঠিক তথ্য খোঁজার ১০টি কৌশল

প্রথম আলো প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৬

অনেকেই দেখবেন ‘ওয়েবে সার্চ করুন’-এর বদলে বলেন ‘গুগল করুন’। কারণটা পরিষ্কার। ওয়েবে তথ্য খোঁজার সমার্থকে পরিণত হয়েছে গুগল। অনলাইনে কমবেশি ৯০ শতাংশ তথ্য গুগলেই খোঁজা হয়। তবে ওয়েবসাইটের সংখ্যাও তো কম নয়। ব্যবহারকারী চাইলে সেগুলো থেকে সুনির্দিষ্ট তথ্য বের করে আনতে পারেন কিছু কৌশল প্রয়োগের মাধ্যমে। তেমন ১০টি কৌশলের কথা থাকছে এখানে।

১. যেভাবে লিখবেন, সেভাবেই দেখাবে তথ্য
গুগলে তথ্য খোঁজার ধরনটাই এমন যে আপনি কিছু লিখে খুঁজলে সেই শব্দ বা শব্দসমষ্টি তো দেখাবেই, তার সঙ্গে সম্পর্ক আছে এমন যেকোনো তথ্য দেখাবে। কিন্তু আপনি যদি ঠিক সেই শব্দগুলোই চান, যেভাবে লিখবেন সেভাবেই চান, তবে সার্চ টার্ম বা তথ্য খোঁজার শব্দগুলোর দুপাশে জোড় উদ্ধৃতি চিহ্ন দিতে হবে। যেমন আপনি যদি চান গুগল সার্চ রেজাল্টে ঠিক সেই ওয়েবসাইটগুলো দেখাবে, যেগুলোতে লেখা আছে ‘আমি বই পড়ি’, তবে খুঁজতে হবে এভাবে, ‘আমি বই পড়ি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও