কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক ইলিশের দামই আট হাজার টাকা

ডেইলি বাংলাদেশ শরণখোলা প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৪

দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ জালে ধরা পড়ার পরই শুরু হয় হইচই। সেই ইলিশ স্থানীয় বাজারে আনতেই ভিড় জমাতে শুরু করেন উৎসুক জনতা। এক পর্যায়ে বড় আকারের ইলিশটি আট হাজার ২০০ টাকা দাম হাঁকা হয়।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদে ফেলা জালে ধরা পড়ে বড় আকারের ইলিশটি। আর সেটি ধরেন স্থানীয় জেলে এমাদুল শেখ।

জেলে এমাদুল শেখ জানান, বিকেলে স্থানীয় রায়েন্দা বাজারের শের-ই-বাংলা সড়কের মাছের হাটে ইলিশটি আনার পর কেজি দরে সাড়ে তিন হাজার টাকা হাঁকেন মৎস্য ব্যবসায়ী আবুল বাশার। ইলিশটি দেখতে ভিড় করেন অনেকেই।

মৎস্য ব্যবসায়ী আবুল বাশার জানান, তার কাছ থেকে ঋণ নেয়া জেলে এমাদুল শেখ দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরেছেন। সাড়ে তিন হাজার টাকা করে ইলিশটির প্রতি কেজি চাওয়া হয়েছে। এতে দাম আসে আট হাজার ২০০ টাকা।

তিনি আরো জানান, সচরাচর এতো বড় আকারের ইলিশের দেখা মেলে না। তাই ইলিশটির দাম একটু বেশিই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও