কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোহলির নেতৃত্বের প্রশংসায় ডি’ভিলিয়ার্স

ঢাকা টাইমস সংযুক্ত আরব আমিরাত প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:০২

ব্যাটসম্যান হিসেবে আইপিএলে যথেষ্ট সফল বিরাট কোহলি। প্রতিযোগিতার সর্বাধিক রান সংগ্রহকারী তিনি। ১৭৭টি ম্যাচে তার সংগ্রহ ৫৪১২ রান। কিন্তু দলের ব্যর্থতায় ঢাকা পড়েছে সেই ব্যক্তিগত সাফল্য। ২০১১ সালে তিনি অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন। নেতৃত্ব দিয়েছেন ৯৬টি ম্যাচে। তার মধ্যে আরসিবি জিতেছে ৪৪টি’তে। হেরেছে ৪৭টি ম্যাচে। তবুও ক্যাপ্টেন কোহলিতেই আস্থা টিম ম্যানেজমেন্টের। দলের অন্যতম তারকা এবি ডি’ভিলিয়ার্সও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অধিনায়ককে।

তিনি বলেছেন, ‘বিরাট এমন একজন নেতা, যে সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে। বিগত বছরগুলিতে আমাদের অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু ক্যাপ্টেন কোহলিকে সবসময় পাশে পেয়েছি। ওর প্রতিটি পদক্ষেপ দলের বাকিদের অনুপ্রাণিত করে। শর্টকাট পদ্ধতিতে বিরাটের বিশ্বাস নেই। কঠোর পরিশ্রমই ওর সাফল্যের মূল মন্ত্র। তাই বাকি খেলোয়াড়রা ওকে অনুসরণ করে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও