কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রথম কর্মদিবসে ১০ ঘণ্টা অফিস করলেন বঙ্গবন্ধু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫০

দেশে ফেরার পর প্রথম কর্মদিবসে (১৫ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ ঘণ্টা অফিস করেন। শারীরিক দুর্বলতা সত্ত্বেও সেদিন দুপুরের খাবারও তিনি ধানমন্ডির বাসভবনে না গিয়ে গণভবনেই খেয়েছিলেন। এইদিন কর্মব্যস্ত সময় পার করেন তিনি। পত্রিকার খবরে বলা হয়, দুর্বল শরীর নিয়ে গণভবনে কাজের মাঝে এতটাই ডুবেছিলেন যে, প্রধানমন্ত্রী গণভবনে দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় বঙ্গবন্ধুর পাশে বেগম ফজিলাতুন্নেছা মুজিব, কন্যা শেখ হাসিনা ও একমাত্র পৌত্র ছিলেন।


চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই বঙ্গবন্ধু অনেকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কয়েকশ’ লোকের সঙ্গে হাত মেলান। দলীয় নেতাকর্মী, বিশিষ্ট নাগরিক,পদস্থ সরকারি কর্মকর্তা ছাড়াও দেশের দূরদূরান্ত থেকে আসা বহু লোক ধানমন্ডির বাসভবন ও গণভবনে প্রিয় নেতার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। প্রধানমন্ত্রী বিদেশ থেকে এসে প্রাথমিক ধাক্কা সামলে ওঠার পরপরই অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও