কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চার মাসেরও বেশি সময় পর শনাক্তের হার সবচেয়ে কম

বাংলা ট্রিবিউন স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৫

দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার আবার কমতে শুরু করেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের হার কম বলেই রোগী কমতে শুরু করেছে, এটা ভাবার কোনও কারণ নেই। নমুনা পরীক্ষা কমেছে, তাই শনাক্ত কমছে। বাংলাদেশের করোনার প্যাটার্ন অন্য দেশের সঙ্গে মিলছে না উল্লেখ করে বিষেজ্ঞরা বলছেন, সংক্রমণের হার কমছে-এ উপসংহারে যেতে হলে আরও অপেক্ষা করতে হবে।

বাংলাদেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা শুরু হয় গত ২১ জানুয়ারি। প্রথম করোনা আক্রান্ত রোগী হিসেবে তিন জনের কথা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায় গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য জানায় সরকারি এই প্রতিষ্ঠান। শুরু থেকেই করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার কম ছিল, তখন নমুনা পরীক্ষাও হতো কেবলমাত্র এই প্রতিষ্ঠানে। ধীরে ধীরে নানা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করার অনুমতি দেয় সরকার। বর্তমানে দেশে ৯৪টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও