কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউএনওর ওপর হামলা: সেই হাতুড়ি ও মই উদ্ধার

ডেইলি বাংলাদেশ ঘোড়াঘাট প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৩

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে রবিউল নামের আরও একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত হাতুড়ি ও মই। রবিউল উপজেলা পরিষদের মালি হিসেবে কর্মরত ছিলো। শনিবার বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিউলের দেয়া তথ্য অনুযায়ী ঘোড়াঘাট উপজেলা চত্বরের একটি পুকুর থেকে হামলায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়।


পাওয়া যায় মইটিও। গ্রেফতারকৃত রবিউল উপজেলা দফতরে মালি হিসেবে কর্মরত ছিল। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য রবিউলকে আদালতে তোলা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আরো পড়ুন: ইউএনওর ওপর হামলার হোতা রবিউল গ্রেফতার এছাড়া হামলা মামলার প্রধান আসামি আসাদুলকে আর কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও