কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘রোহিঙ্গারা যেন ভাসানচরে বিয়ের কনে দেখতে গেছে!’

ডয়েচ ভেল (জার্মানী) ভাসান চর প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:০৮

‘‘রোহিঙ্গা নেতারা এখন দেখবেন, জানাবেন পরে’’ শিরোনামের প্রতিবেদনটি পড়ার পর একজন পাঠক ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘নিজের দেশের সিংহভাগ নাগরিক দারিদ্রসীমার নীচে, সেখানে রোহিঙ্গাদের নিয়ে এত আদিখ্যেতা বড়ই বেমানান৷’’ বেশিরভাগ পাঠকের মন্তব্য প্রায় একইরকম৷

ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে নিতে চায় বাংলাদেশ সরকার৷ তার আগে ভাসানচরের সার্বিক পরিস্থিতি দেখিয়ে আনতে ৪০ জন রোহিঙ্গাকে নেয়া হয়েছে সেখানে৷ এ সম্পর্কে পাঠক সালাউদ্দিন আহমেদ লিখেছেন, ‘‘জীবন বাঁচাতে এসে আশ্রয় নিয়ে এখন নেতা হয়ে গেছে, আমাদের উদারতার সুযোগ নিয়ে এখন আমাদের ঘাড়ে চেপে বসেছে, এই হলো মানবিকতার প্রতিদান৷’’

আর মোহাম্মদ সাদেকের মন্তব্য, ‘‘ভাসানচরে রোহিঙ্গা নেতারা যেন বিয়ের কনে দেখতে গেছে!'' রোহিঙ্গাদের নিয়ে পাঠক তারিক শুভর মন্তব্য, ‘‘এদের নেতা আছে! তাহলে মিয়ানমার থেকে পালাইছে কেন? এদের সব দিলেও মন ভরবে না৷’’

ডয়চে ভেলের ফেসবুক পাতায় পারভেজ প্রধান মন্তব্য করেছেন, ‘‘বুঝলাম না রোহিঙ্গাদের এত নবাবী আচরণ কেন? এমন তো নয় যে, বাংলাদেশ অতি উচ্চ জিডিপি সমৃদ্ধি সম্পন্ন দেশ৷ যেখানে নিজের দেশের সিংহভাগ নাগরিক দারিদ্রসীমার নীচে, সেখানে রোহিঙ্গাদের নিয়ে এত আদিখ্যেতা বড়ই বেমানান৷’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও