কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌদি আদালতের রায় নিয়ে যা বললেন খাসোগির তুর্কি বাগদত্তা

যুগান্তর তুরস্ক প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৩

জামাল খাসোগি হত্যাকাণ্ডে সৌদি আদালতের চূড়ান্ত রায়কে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন তার তুর্কি বাগদত্তা খাদিজা চেঙ্গিস।

এ রায় প্রত্যাখ্যান করে ন্যায়বিচার নিশ্চিতে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

প্রায় দুই বছর আগে তুরস্কের ইস্তানবুল নগরীতে অবস্থিত সৌদি কনস্যুলেটে জামাল খাসোগি নির্মমভাবে নিহত হন।

খাদিজাকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকে আর প্রাণ নিয়ে ফিরতে পারেননি খাসোগি।

টুইটারে ক্ষোভ প্রকাশ করে খাদিজা চেঙ্গিস বলেন, সৌদি আরবে আজকের চূড়ান্ত রায় ন্যায়বিচারের নামে একটা তামাশা ছাড়া কিছুই নয়। জামালের খুনের জন্য কে দায়ী, সে সত্য বিশ্বকে না জানিয়ে মামলা বন্ধ করে দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদির উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তিনি বলেন, কে এই হত্যার পরিকল্পনা করেছিল, কে আদেশ দিয়েছিল, তার মৃতদেহ কোথায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর জবাব একেবারেই অজানা থেকে গেলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও