কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চসিকের তেল সংক্রান্ত যাচাই বাছাই কমিটির দুই সদস্য পরিবর্তন

দৈনিক আজাদী চট্টগ্রাম সিটি করপোরেশন প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১১:১৭

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জ্বালানি তেল সংগ্রহ বিতরণ যাচাই-বাছাইয়ে গঠিত কমিটির আহ্বায়কসহ দুই সদস্য পরিবর্তন করা হয়েছে। চসিকের সচিব আবু শাহেদ চৌধুরী গতকাল এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। সংশোধিত কমিটিতে আহবায়কের দায়িত্ব পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী-৩ কামরুল ইসলাম ও সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মির্জা ফজলুল কাদেরকে। কমিটির অন্য সদস্য হচ্ছেন হিসাবরক্ষণ কর্মকর্তা আশুতোষ দে। এর আগে গত গত ১৯ আগস্ট গঠিত কমিটিতে আহ্বায়ক ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী-৫ আবু ছালেহ। এছাড়া সদস্য ছিলেন নির্বাহী প্রকৌশলী (সিভিল) আবু সাদাত মো. আবু তৈয়ব। এ দুইজনকে পবিরবর্তন করা হয়েছে। চসিক সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে চসিকের চালকদের বিরুদ্ধে ডিজেলসহ অন্যান্য জ্বালানি চুরির অভিযোগ উঠে। এক্ষেত্রে যান্ত্রিক শাখার পদস্থ কর্মকর্তারাও জড়িত থাকতে পারে বলে গুঞ্জন আছে। বিভিন্ন সময়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানির স্লিপ ইস্যুর মাধ্যমে অনিয়মের সুয়োগ তৈরি করে দেয়া হয় বলে অভিযোগ উঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও