কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অন্ধের হাতি দেখার মতো দুর্যোগ দেখছেন ফখরুল : কাদের

দৈনিক আজাদী ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৭:০৮

.tdi_2_533.td-a-rec-img{text-align:left}.tdi_2_533.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});দেশে এখন করোনাভাইরাসের সঙ্গে রাজনৈতিক দুর্যোগ চলছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অন্ধের হাতি দেখার মতো তার এই পর্যবেক্ষণ। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। বক্তব্যে পঁচাত্তরের খুনিদের উত্তরসূরিদের নিয়ে সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, তারা এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। সুযোগ পেলেই ছোবল দেওয়ার অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্‌বান রাখার পাশাপাশি পাপিয়ার মতো কেউ যেন আবার সংগঠনে ঢুকে না পড়ে সে বিষয়েও সতর্ক করেছেন তিনি। খবর বিডিনিউজের। বুধবার এক দলীয় আলোচনা সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দেশে এখন স্বাস্থ্যখাতের করোনাভাইরাস এবং রাজনৈতিক দুর্যোগ-এই দুই দুর্যোগ চলছে বলে মন্তব্য করেন তিনি। তার ওই বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দেশে স্বাস্থ্যখাত আর রাজনীতিতে নাকি শুধু দুর্যোগই দেখতে পাচ্ছেন। আসলে দুর্যোগ তাদের মানসিকতায়। বিএনপির রাজনীতিতেই পারস্পরিক অবিশ্বাস আর হতাশার দুর্যোগ চলছে। আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আছে গভীর হতাশায়।.tdi_3_8f6.td-a-rec-img{text-align:left}.tdi_3_8f6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও