কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অমিত শাহ্ অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) দিল্লি, ভারত প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১৮:৫৬

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ অসুস্থ হয়ে গতকাল গভীর রাতে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানী দিল্লির সবচেয়ে নামকরা হাসপাতাল এইমস থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন হলো করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পেয়ে তিনি বাড়িতেই আলাদা করে বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু অত্যন্ত ক্লান্তি ও গা-হাত-পায়ে ব্যথার জন্য ডাক্তারদের পরামর্শ মতো গতকাল গভীর রাতে তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৫ বছর বয়সী শাহ্, যাঁকে বিজেপি দল এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তিনি অযোধ্যায় রাম মন্দিরের ভিত পুজোর ঠিক আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হন‌। বেশকিছু দিন হাসপাতালে থাকার পর পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ আসে এবং তিনি ছাড়া পান। কিন্তু বোঝাই যাচ্ছে যে পুরোপুরি সুস্থ তিনি হয়ে উঠতে পারেননি। হাসপাতাল সূত্রে অবশ্য জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্রামে আছেন, হাসপাতাল থেকেই তিনি জরুরি কাজকর্ম সারছেন। এখনই তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও