কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শোক ও শ্রদ্ধায় দেশজুড়ে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিত

মানবজমিন প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০০:০০

দেশের সব জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয় এ দিবসটি। এসব আয়োজনের কিছু চিত্র তুলে ধরা হলো প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে:সিলেটস্টাফ রিপোর্টার, সিলেট থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এর মধ্যে ছিল- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে সিলেটের প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। এরপর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে- সকালে সিলেটে শোক র‌্যালি করেছে মহানগর আওয়ামী লীগ। সামাজিক দূরত্ব মেনে আয়োজিত এই শোক র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কুমিল্লা স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন স্বপন, অ্যাড হনুফা আক্তার রিক্তা প্রমুখ। এর আগে সকালে নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানান সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। মৌলভীবাজারস্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবর্মির্মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমদসহ প্রমুখ।পঞ্চগড় পঞ্চগড় প্রতিনিধি: বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত নাটকটোকা-বেহুলাডাঙ্গা ছিটমহল এলাকার ৩০টি পরিবারে আধাপাকা টয়লেট হস্তান্তর এবং উপকারভোগীদের মাঝে একটি করে বনজ ও একটি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহযোগিতায় আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন উপকারভোগীদের পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য এসব আধাপাকা টয়লেট নির্মাণ করে। শনিবার বিকেলে স্থানীয় বেহুলাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহিরপুর তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপেজলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, থানা প্রশাসন, উপেজলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা যুবলীগ। পুষ্পস্তবক অর্পণ শেষে বৃক্ষরোপণ ও উপজেলা পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, থানা অফিসার ইনচার্জ, মো. আতিকুর রহমান প্রমুখ। মাগুরা মাগুরা প্রতিনিধি: মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৭ টায় স্থানীয় নোমানী ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও তার অংঙ্গ সংগঠনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ। পরে স্মৃতিস্তবক চত্বরে ১ মিনিট নিরবতা পালন করা হয়। চাঁদপুর চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকাল থেকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও চাঁদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্যার্চুয়াল সভা ও শিশু  পরিবারে উন্নতমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধুকে স্মরণ ও দোয়া করা হয়।দিনাজপুর স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকে : দিনাজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জাতীয় সংসদের হুইপ জনাব ইকবালুর রহিম এমপি। এ সময় জেলা প্রশাসক মাহবুবুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম এবং পিপিএম বার) উপস্থিত ছিলেন। ঝিনাইদহ ঝিনাইদহ প্রতিনিধি: শোক র‌্যালি, আলোচনা, মিলাদ মাহফিল ও গণভোজের মধ্যে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন  অঙ্গসংগঠন। মেহেরপুর মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ৪৫তম শাহাদতবার্ষিকি ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৮ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক এম.এ খালেক, সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মানিকগঞ্জ স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে: নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের মুন্নু সিটিতে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও মুন্নু নার্সিং কলেজ পৃথক পৃথক ভাবে পালন করেছে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মুন্নু নার্সিং কলেজ যৌথভাবে কলেজ ক্যাম্পসে শোক র‌্যালি বের করে। এরপর মুন্নু মেডিকেল কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।রংপুর স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পার্ঘ্য অপর্ণ করেন, বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু প্রমুখ। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে: সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামীলীগ, পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। শনিবার সকালে জেলা আওয়ামী লীগ শাপলা মোড়স্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোক র‌্যালির আয়োজন করে। জয়পুরহাট জয়পুরহাট প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকাল ৭ টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে পুস্পস্তবক অর্পণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড সামছুল আলম দুদু, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সহোযোগী সংগঠন ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। ফুলবাড়িফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা। শনিবার সকাল ১১টার দিকে ফুলবাড়ী বাজারস্থ গফুর হাজি মার্কেট থেকে শোক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় সেখানে এক মিনিট নিরবতা পালন করে আওয়ামীলীগের এই অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রাজারহাটরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যদ্বয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় আব্দুল্লাহ সোহরাওয়ার্দ্দী অর্কিডে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি, এসিল্যান্ড মোছা: আকলিমা বেগম, থানা অফিসার ইনচার্জ মো: রাজু সরকার, কৃষি অফিসার মো: কামরুজ্জামান প্রমুখ। সরাইলসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতির জনকের ৪৫তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছিল। করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠানগুলো সংক্ষিপ্ত করার চেষ্টা করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সকাল ১০টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। পরে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় আওয়ামী লীগ ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেছেন। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কমকর্তা এএসএম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া। সোনাইমুড়ীসোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীর বৃহত্তম সোনাইমুড়ী প্রেস ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন মোহন এর উদ্যোগে প্রেস ক্লাব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি ও বৃহত্তম সোনাইমুড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিকের সঞ্চালনায় ও ক্লাবের সভাপতি ফারুক আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম শিকদার, প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি সৈয়দ শহীদুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। রায়পুরারায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চৌহালী-বেলকুচিচৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতীয় শোকদিবসে সিরাজগঞ্জ জেলাজুড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জেলাবাসী। কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল ও দুস্থ-অসহায়দের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির মধ্যে দিয়ে জেলার ৯টি উপজেলা, পৌরসভা, ৮২টি ইউনিয়ন তথা গ্রামে-গ্রামে আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে। পার্বতীপুরপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: গতকাল শনিবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের চত্ব্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান শেষে বিশেষ মোনাজাত করা হয়। আটোয়ারীআটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে শোকাবহ ১৫ই আগস্ট, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। মহাদেবপুরমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ  মো. সলিম উদ্দীন তরফদার সেলিম।ডোমারডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল আটটায় গোমনাতি ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। ধোবাউড়াধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয়  শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। বাগেরহাটবাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে বাগেরহাটে জেলা প্রশাসন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ  থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক  মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ  দোয়া ও মোনাজাত করেন অতিথিরা। এছাড়াও বাগেরহাট জেলা পুলিশ, বাগেরহাট প্রেস ক্লাব, বাগেরহাট সদর হাসপাতাল, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।পরে জাতির জনকের স্মরণে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও