কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৪ ঘণ্টায় সর্বাধিক আক্রান্ত রাজ্যে, করোনা পরীক্ষা ৩৪ হাজারের বেশি মানুষের

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ২২:২৬

রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজারের কোটায় প্রবেশ করেছিল এক দিন আগেই। শনিবার আক্রান্তের সংখ্যা আরও বেড়ে গেল। আজ সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৪ জন মানুষ, যা এখনও পর্যন্ত সর্বাধিক। গতকাল এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৩৫।

এ দিন নতুন করে তিন হাজারের বেশি মানুষ সংক্রমিত হওয়ায় রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৪৩২। তবে সুস্থতার হার আশা জোগাচ্ছে রাজ্য সরকারকে। এখনও পর্যন্ত রাজ্যে ৮৩ হাজার ৮৩৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৬৪৭ জন। এর ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৩.৯১ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও