কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় গতি কমেছে ৬ মেগা প্রকল্পের

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ২০:২৩

সমগ্র পৃথিবীকে থমকে দিয়েছে করোনাভাইরাস। বাংলাদেশও এর বাইরে নয়। করোনার প্রভাব পড়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া ছয় মেগা প্রকল্পেও। করোনাভাইরাস মোট ২ লাখ ৫৮ হাজার ৫৩৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ের ৬ মেগা প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করেছে, কমিয়ে দিয়েছে এর কাজের গতি।

তবে সম্প্রতি এইসব প্রকল্পগুলোর কাজ আবার শুরু হয়েছে। জানা গেছে, গত ২৫ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ফাস্ট ট্র্যাক মনিটরিং টাস্কফোর্সের সভায় প্রকল্পগুলোর কাজের গতি বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলা করে স্বাস্থ্যবিধি মেনে মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে বলা হয়েছে। তবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ফাস্ট ট্র্যাক অগ্রগতি প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী চলতি ২০২০ সালের মে মাস পর্যন্ত ব্যয় ধরে ছয় প্রকল্প মিলিয়ে এখন পর্যন্ত আর্থিক অগ্রগতি মাত্র ৩৪ দশমিক ৬২ শতাংশ, অর্থাৎ এক-তৃতীয়াংশের সামান্য বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও