কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাপ্তাইয়ে মোট ১০৭ জন করোনায় আক্রান্ত

দৈনিক আজাদী কাপ্তাই প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১৪:১০

FILE PHOTO: A computer image created by Nexu Science Communication together with Trinity College in Dublin, shows a model structurally representative of a betacoronavirus which is the type of virus linked to COVID-19, better known as the coronavirus linked to the Wuhan outbreak, shared with Reuters on February 18, 2020. NEXU Science Communication/via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. MANDATORY CREDIT/File Photo.tdi_2_cc2.td-a-rec-img{text-align:left}.tdi_2_cc2.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});কাপ্তাই উপজেলায় গত ২২ মে প্রথম করোনা রোগী শনাক্ত হন। কাপ্তাইয়ে করোনা প্রাদুর্ভাব শুরু হবার পর থেকে এই পর্যন্ত উপজেলায় মোট ১০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ১০২ জন। ১ জন মৃত্যুবরণ করেছেন এবং বর্তমানে ৫ জন চিকিৎসাধীন আছেন।কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. মো. ওমর ফারুক জানান, করোনা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তবে বেশিরভাগ রোগী হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আমরা রোগীদের মনোবল শক্ত রাখতে পরামর্শ দিচ্ছি এবং কোনো রোগী যদি ইচ্ছা পোষণ করে তাহলে হাসপাতালের আইসোলেশন বেডে রেখেও চিকিৎসা দিচ্ছি। তবে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন বেড খালি পড়ে আছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী বলেন, কাপ্তাই উপজেলায় সর্বশেষ একজন সাংবাদিক করোনা শনাক্ত হয়েছেন। তিনিও হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ওই সাংবাদিকের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মনে চলার পরামর্শ দেন।.tdi_3_294.td-a-rec-img{text-align:left}.tdi_3_294.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});.tdi_4_192.td-a-rec-img{text-align:left}.tdi_4_192.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও