কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চলছে নাঈম-রাব্বিদের ফিট হয়ে উঠার মিশন

দৈনিক আজাদী প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ০৪:৪৮

.tdi_2_443.td-a-rec-img{text-align:left}.tdi_2_443.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনার কারণে গত মার্চ থেকে বন্ধ সব ধরনের খেলাধুলা। ক্রিকেটও তার বাইরে নয়। এরই মধ্যে বাতিল হয়ে গেছে ক্রিকেটের একাধিক আন্তর্জাতিক সিরিজ। স্থগিত হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও। গত রমজান পর্যন্ত দেশের ক্রিকেটাররা অনুশীলনেরও সুযোগ পাননি। তবে শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজি হয়েছে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ দিতে। তাও আবার সবাই মিলে নয়। ক্রিকেটারদের আলাদা আলাদা অনুশীলন করতে হবে। আর সে প্রক্রিয়ায় দেশের ছয়টি ভেন্যুতে চলছে ক্রিকেটারদের অনুশীলন। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবির অনুমোদনক্রমে অনুশীলন করছেন তরুন ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি, তরুন স্পিনার নাঈম হাসান এবং ইরফান শুক্কুর। এদের মধ্যে নাঈম হাসান এবং ইয়াসির আলি রাব্বি জাতীয় দলের সদস্য হলেও ইরফান শুক্কুর রয়েছেন বিসিবি হাই পারফরম্যান্স দলে। কোরবানের ঈদের পর থেকেই বিসিবির শিডিউল অনুযায়ী অনুশীলন করতে হচ্ছে এই তিন ক্রিকেটারকে। আর শিডিউল এমনভাবে করা হয়েছে, যাতে একজনের সাথে আরেকজনের দেখা না হয়। সপ্তাহে পাঁচদিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন তারা। টানা তিনদিন অনুশীলনের পর একদিন বিরতি। আর শুক্রবার বন্ধ। বিসিবির দেওয়া এই সুযোগে বেশ সন্তুষ্ট ক্রিকেটাররা। চট্টগ্রামের এই তিন ক্রিকেটার মনে করেন, অনুশীলনের সুযোগ পাওয়ায় তারা অন্তত নিজেদের ফিট রাখতে পারছেন। ইয়াসির আলি রাব্বি বলেন, বিসিবির নির্দেশনা মোতাবেক আমরা অনুশীলন করছি, যাতে নিজেদের ফিটনেসটা ধরে রাখা যায়। করোনার সময় আমরা চেষ্টা করেছি ঘরে বসে নিজেদের ফিট রাখার। তবে ঘরে তো আর সব অনুশীলন করা যায় না। তাই মাঠে অনুশীলনের সুযোগ পাওয়াটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। এখন চেষ্টা করছি সেটাকে কাজে লাগাতে। যদিও এখনো নিজের ফিটনেস লেবেল ঠিক রাখতে অনুশীলন শুরু করছেন রাব্বি। তারপর সময়মত ব্যাটিং অনুশীলনটা চালিয়ে যাবেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তরুন স্পিনার নাঈম হাসান জানান, তিনি চেষ্টা করছেন নিজের ফিটনেস ধরে রাখার পাশাপাশি বোলিং অনুশীলনটাও সেরে নিতে। আর সে কাজে তাকে সাহায্য করছেন বিসিবির কোচ মোমিনুল হক। তিনি আরো জানান, অনুশীলনের এই সুযোগটা তাদের খুব দরকার ছিল। যে কয়দিন অনুশীলনের সুযোগ পেয়েছেন তাতে সন্তুষ্ট নাঈম। সামনের সময়টা আরো ভাল ভাবেই কাজে লাগাতে চান চট্টগ্রামের এই ক্রিকেটার। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। একসাথে দুটি দল যাবে শ্রীলংকা সফরে। একটি জাতীয় দল আর অন্যটি এইচপি দল। এই দুই দলে থাকতে পারেন চট্টগ্রামের তিন ক্রিকেটার।.tdi_3_711.td-a-rec-img{text-align:left}.tdi_3_711.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও