কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি স্বাধীনতা, স্বাধীন দেশ, লাল সবুজের পতাকা

দৈনিক আজাদী প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ০১:৩১

.tdi_2_6f8.td-a-rec-img{text-align:left}.tdi_2_6f8.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সরকারি কমার্স কলেজ ১৯৯২-১৯৯৩ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান(সম্মান) ও ব্যবস্হাপনা শ্রেণীর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অনলাইন গ্রুপের আয়োজনে ১৪ আগস্ট রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়ে গেল আলোকপাত-৮ নামে একটি ওয়েবিনার। সমাজকর্মী মেহেদি হাসান লিটনের উদ্বোধনী বক্তব্যের পর মাহবুবুল ইসলাম রাজীবের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন নাজমুল হক ডিউক, ড. জমির উদ্দিন সিকদার, নাদিম শাহ আলমগীর, শাহজাদা আল মামুন, এডভোকেট মো. মাহবুবুল ইসলাম সোহেল, সজীব বড়ুয়া, উৎপল পাল, মো. আবুল বশর, মো. নুরুল আফসার, আকাতার হোসেন, সেলিম মিয়া, আসরাফ হোছেন খান, মো. হুমায়ুন কবির ঢালী, কামরুল আলম, গোপাল পাল, ফরহাদ হোসেন, সজয় লাল মজুমদার, মো. ইকবাল, রহমত উল্লাহ চৌধুরী সুজন, নাজমুল হক মিঠু, আহমেদ সাগির, আবদুল্লাহ আল মাহফুজ, প্রমুখ আলোচকগণ। তারা বলেন, বঙ্গবন্ধুর ছিল অসাধারণ সাংগঠনিক দক্ষতা। তাঁর নেতৃত্ব গুণের কারণেই আমরা পেয়েছি স্বাধীনতা, স্বাধীন দেশ এবং লাল সবুজের পতাকা। বাঙ্গালির এ অবিসংবাদিত নেতা এ দেশের মানুষকে ভালোবেসেছিলেন। তিনি বলেছিলেন, “সাত কোটি বাঙ্গালির ভালোবাসার কাঙ্গাল আমি, আমি সব কিছু হারাতে পারি কিন্তু বাঙ্গালির ভালোবাসা হারাতে পারব না।” সত্যিকার অর্থে বঙ্গবন্ধু ছিলেন একজন দেশপ্রেমিক। তিনি আজীবন শোষিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর ঘটনাবহুল জীবনে তাকে বহু নির্যাতন, কারাভোগ করতে হয়েছিল তবুও তিনি বাঙ্গালি এবং বাংলা ভাষাভাষী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছিলেন সোচ্চার। তাইতো তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আলোচনার পর বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি পরিবেশন করেন ওমরগনি এম ই এস কলেজের সহকারী অধ্যাপক আবৃত্তি ও ছড়াকার, লেখক গোফরান উদ্দিন টিটু।.tdi_3_51f.td-a-rec-img{text-align:left}.tdi_3_51f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে