কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় মৃতের তালিকায় চতুর্থ স্থানে ভারত

ডেইলি বাংলাদেশ দিল্লি, ভারত প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ১৭:২৪

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যুর নিরিখে স্পেন, ফ্রান্স, ইতালির ও ব্রিটেনকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। গত ২৪ ঘণ্টায় সেখানে আরো এক হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪৮ হাজার ছাড়ালো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৩ জনের। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩৯৭ জন। দিল্লিতে মারা গেছেন ৪ হাজার ১৬৭ জন। এদিকে গত দিন তিন ধরে ভারতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের ঘরেই থাকছে। শুক্রবারও সেই ধারা অব্যাহত রয়েছে। তবে গতকালের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা কিছুটা কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও