কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহামারিকালে স্বাভাবিক জীবনে ফেরারও নিয়ম আছে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ১৩:০০

যেকোনও মহামারিকাল দীর্ঘস্থায়ী হলে অর্থনীতির চাকা ঘুরাতে এক সময় স্বাভাবিক জীবনে ফিরতেই হয় নাগরিকদের। করোনা সংক্রমণ শুরুর পরে প্রায় সব দেশেই লকডাউন, আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ, অফিস-আদালত-শিক্ষাপ্রতিষ্ঠান সব বন্ধ করে ঘরে অবস্থান করে রক্ষা পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়। তবে তিন-চার মাসের মধ্যেই সব দেশ আবার নিজেদের মতো করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। চিকিৎসকরা বলছেন, মহামারি চলাকালে একটা পর্যায়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করতে হয় ঠিকই, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস জারি রাখা জরুরি। না হলে আবারও সমান বা আগের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করে ফিরে আসতে পারে করোনাভাইরাস।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এরপর ২০২০ এর অর্ধেকটা জুড়েই করোনা মোকাবিলায় রীতিমতো হিমশিম খেয়েছে বিশ্বের বড় বড় দেশ। করোনার বিস্তার রোধ করতে বিভিন্ন দেশে লকডাউন, জরুরি অবস্থা জারি করতে হয়েছে। এই মহামারিতে এখনও জর্জরিত পুরো বিশ্ব। এরপরও করোনা মহামারির মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে স্বাভাবিক জীবনে ফেরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও