কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বায়ুদূষণের এলাকায় করোনার ঝুঁকি বেশি

ইত্তেফাক তাইওয়ান প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ০৮:৩২

বিজ্ঞানীরা দাবি করেছেন, যেসব এলাকায় বায়ুদূষণের মাত্রা বেশি, সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। তাদের যুক্তি, দূষিত বায়ুতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান ‘পার্টিকুলেট ম্যাটার’ এই ভাইরাসের আশ্রয়স্থল হিসেবে কাজ করতে পারে। কেউ যখন এই দূষিত বায়ু গ্রহণ করে, তখন বায়ুর অতি সূক্ষ্ম এই কণায় ভর করে থাকা করোনা ভাইরাসও দেহের অভ্যন্তরে প্রবেশ করে। পরিসংখ্যান তুলে ধরে তারা বলেন, লন্ডন, বার্মিংহাম, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি ও দিল্লির মতো বায়ুদূষণপ্রবণ এলাকাগুলোতে করোনার সংক্রমণ বেশি হয়েছে।


তাইওয়ানের তাইপেই মেডিক্যাল ইউনিভার্সিটির অধীনে আন্তর্জাতিক গবেষকদের একটি দল এ গবেষণা করেছে। তাদের দাবি, করোনা ভাইরাস ছড়াতে দূষিত বায়ুর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তাদের এই দাবির পেছনে আরেকটি বড় যুক্তি হচ্ছে, বাতাসে দীর্ঘক্ষণ বেঁচে থাকার ক্ষমতা রয়েছে করোনা ভাইরাসের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও