কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত

জাগো নিউজ ২৪ সিলেট বিভাগ প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ০২:০৪

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনাভাইরাসের সংক্রমণ। ১০ আগস্ট জেলাটির দুটো ল্যাবে ৬৭৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা।

দুটি ল্যাবের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেটের ৩২ জন এবং মৌলভীবাজারের ১২ জন রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও