কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Lava এখন 'গর্বিত ভারতীয়'! স্বাধীনতা দিবসের আগে চমৎকার স্মার্টফোন নিয়ে হাজির দেশি এই সংস্থা

এইসময় (ভারত) প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ২১:৩০

এই সময় ডিজিটাল ডেস্ক: পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের আক্রমণে ভারতীয় জওয়ানরা শহিদ হওয়ার পর থেকেই দেশজুড়ে চিনাপণ্য ব্যান করার দাবি উঠেছিল। দেশের বহু মানুষই ভারতে চিনা স্মার্টফোন থেকে শুরু করে চিনা অ্যাপসও ব্যান করার দাবি করেছিলেন। দেশে দুই দফায় চিনা অ্যাপ ব্যান করা হয়েছে ঠিকই। কিন্তু চিনা স্মার্টফোন বিক্রি হচ্ছে প্রায় আগের মতোই। তবে এই সুযোগকে কাজে লাগাতে তৎপর দেশি স্মার্টফোন সংস্থাগুলি। ঠিক যেমনটা করছে Lava। জুলাইতেও বাজারে নয়া স্মার্টফোন নিয়ে এসেছিল এই সংস্থা। এবার দেশে Lava Z61, Lava A5 এবং A9-এর গর্বিত ভারতীয় এডিশন ( Proudly Indian editions) নিয়ে হাজির হল তারা। এদের মধ্যে Lava Z61 যেমন স্মার্টফোন। তেমনই আবার Lava A5 ও A9 আসলে ফিচার ফোন। এই ফিচার ফোন দুটির ব্যাক কভারে জাতীয় পতাকার তেরঙার সংমিশ্রণ দেখা যাবে। আর তার সঙ্গেই প্রতিটি স্মার্টফোনে থাকছে #ProudlyIndian লোগো। খুবই কম দামের এই তিন ফোনের ফিচার্স কিন্তু টেক্কা দিতে পারে যে কোনও স্মার্টফোনকে। ফিচার্স, দাম-সহ Lava-র নতুন এই ফোনগুলির নানাদিকে নজর রাখা যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও