কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকায় ৭০,০০০ করোনা আক্রান্ত, সবচেয়ে কম মেহেরপুরে

মানবজমিন মেহেরপুর প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ১০:৪১

প্রথম রোগী শনাক্তের পাঁচ মাস পরও দেশে করোনা আক্রান্তের হার কমছে না। করোনায় এখন পর্যন্ত সারা দেশে  মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৯। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৬০০ জনে। এরমধ্যে ঢাকা জেলাতেই আক্রান্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। শুধু রাজধানীতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার জন। বাংলাদেশ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে এসব তথ্য পাওয়া গেছে।   ঢাকার পরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের মানুষ। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার জন। তৃতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। এ জেলায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৩ জন। এছাড়া কুমিল্লায় ৫ হাজার ৮২৩ জন আক্রান্ত হয়ে চতুর্থ এবং ফরিদপুরে ৫ হাজার ২৮৮ জন আক্রান্ত হয়ে পঞ্চম স্থানে রয়েছে। দেশে করোনাভাইরাসে সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন মেহেরপুর জেলার বাসিন্দারা। এখন পর্যন্ত এই জেলায় আক্রান্ত হয়েছেন ২৪৬ জন। আক্রান্তের কম সংখ্যার দিক থেকে এরপরে রয়েছে পঞ্চগড়ের অবস্থান। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন। আর লালমনিরহাটে আক্রান্ত হয়েছেন ৪১৯ জন। এক নজরে কোন জেলায় কতজন আক্রান্ত:গাজীপুর: ৪১৩১, ফরিদপুর: ৪৩৮৯, গোপালগঞ্জ: ১৩৯১, কিশোরগঞ্জ: ১৯২০, মাদারীপুর: ১১১২, মানিকগঞ্জ: ৮৪৪, মুন্সিগঞ্জ: ২৬৩৮, নরসিংদী: ১৬৯৫, রাজবাড়ী: ১০১৬, শরীয়তপুর: ৯৯১, টাঙ্গাইল: ১৪০৩, ময়মনসিংহ: ২৫৮২, নেত্রকোনা: ৬১৫, জামালপুর: ৮৬৭, শেরপুর: ২৮৫, চট্টগ্রাম: ১৩৬২৯, কক্সবাজার: ৩২৪১, বান্দরবান: ৫২১, রাঙ্গামাটি: ৫৭৬, খাগড়াছড়ি: ৪৬১, ফেনী: ১১৯৫, নোয়াখালী: ২৯৪৫, লক্ষ্মীপুর: ১২৮৬, চাঁদপুর: ১৫৯৫, ব্রাহ্মণবাড়িয়া: ১৮৪৭, রাজশাহী : ২৬০০, চাঁপাইনবাবগঞ্জ: ৩৩৩, নওগাঁ: ৯১৯, নাটোর: ৩৯২, জয়পুরহাট: ৬৬২, বগুড়া: ৪৪৬৩, সিরাজগঞ্জ: ১২৪৪, পাবনা: ৭৪৭।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও