কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত চলবে ঢাকা দক্ষিণে

বিডি নিউজ ২৪ নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১৯:৩৮

ডেঙ্গু ঠেকাতে এইডিস মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
রোববার নগর ভবনে বছরব্যাপী সমন্বিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, “যেহেতু এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হয়, তাই আমাদের কর্মপরিকল্পনার শেষ পন্থা আমরা এখন অবলম্বন করতে যাচ্ছি। আমরা ১৬ অগাস্ট থেকে ভ্রাম্যমাণ আদালত চালু করব।”

বছরব্যাপী মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে সবার সহযোগিতায় সফলতা পাওয়ার কথা জানিয়ে মেয়র বলেন, “ফলে ঢাকা দক্ষিণে মশার প্রকোপ নেই বললেই চলে।”

তারপরও বিভিন্ন সরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবনে এখনও এইডিস মশার প্রজননস্থল রয়ে গেছে বলে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা হবে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও