কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাভাইরাসে আক্রান্ত কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী, ভর্তি হাসপাতালে

এইসময় (ভারত) কর্ণাটক প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১৮:৫৯

করোনাভাইরাসে আক্রান্ত হলেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু। তাঁর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করে শুরু হয়েছে চিকিত্‍‌সা। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের আগাম সতর্কতা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

রবিবার একের পর এক ট্যুইটে নিজের কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানান কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী। তিনি লেখেন, 'ফ্লু-এর উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষা করালে আমার করোনাভাইরাস রিপোর্ট আজ পজিটিভ আসে। সম্মানীয় মুখ্যমন্ত্রী ওয়াইএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে আমার দফতর-সহ সরকারের প্রতিটি দফতর কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে কঠোর পরিশ্রম করছে। যে দিন থেকে করোনাভাইরাসের আবির্ভাব ঘটেছে, আমি ৩০টি জেলায় যাওয়ার সুযোগ পেয়েছি এবং সরকারের ইচ্ছে অনুযায়ী মানুষকে পরিষেবা দিতে সম্প্রীতির সঙ্গে কাজ করেছি। এ বার আমার হাসপাতালে দিয়ে চিকিত্‍‌সা করানোর পালা।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও